আইডিয়া টুডে নিউজ, মুম্বাই , ৩০ নভেম্বর ঃগতকাল জিরো’ ছবির শুটিং এর সময় অল্পের জন্য রক্ষা পেলেন সারুখ খান । ওই সময় একটি গানের দৃশ্য চলছিল তখনি ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে, মুম্বাই পুলিশ সুত্রে খবর। আগুন লাগার সময় শাহরুখ খান সেটে নিজের ভ্যানিটি ভ্যানে ছিলেন। সেটের পাশেই ছিলেন আলিয়া ভাট।কিন্তু বলিউডের বাদশার শারীরিকভাবে কোনো ক্ষতি হয়নি। শাহরুখ সেট থেকে বের হয়ে যান। কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। জানা যায়নি আগিন লাগার কারণও । তবে শর্টসার্কিট থেকেই এই অগ্নিকাণ্ড ঘটে থাকতে পারে বলে ধারণা। দমকলের পাঁচটি গাড়িকে আগুন নেভাতে হিমশিম খেতে হয়। পুলিশ জানায়, বৈদ্যুতিক নানা উপকরণ, পর্দা, দড়ি, শুটিংয়ের নানা জিনিসপত্র পুড়ে ছাই হয়ে গেছে। এই ঘটনায় সেটের ৬০ শতাংশ অংশ পুড়ে গেছে। ২১ ডিসেম্বর মুক্তি পাবে জিরো।
জিরো’ ছবির শুটিং এর সময় অল্পের জন্য রক্ষা পেল শারুখ
