আইডিয়া টুডে নিউজ, দক্ষিণ ২৪ পরগনা, ১৬ নভেম্বর: পুলিশের বড়সড় সাফল্য,কুলতলিতে উদ্ধার আগ্নেয়াস্ত্র ও অস্ত্র তৈরির প্রচুর সরঞ্জাম । এই ঘটনায় দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের নাম বিশ্বনাথ মণ্ডল ও বিকাশ মণ্ডল। দীর্ঘদিন ধরেই সেখানে আগ্নেয়াস্ত্র তৈরি করে বিক্রি করা হত।
গোপন সূত্রে খবর পেয়ে বারুইপুর পুলিশ জেলার এস ও জি দল ও কুলতলি থানার পুলিশ যৌথভাবে বিশ্বনাথ মণ্ডলের বাড়িতে হানা দেয়। পুলিশের কাছে খবর ছিল এই গ্রামের বিশ্বনাথ মণ্ডলের বাড়ি থেকে অস্ত্র কেনা বেচার কাজ চলছে দীর্ঘদিন ধরে।
পুলিশ প্রথমেই বিশ্বনাথ মণ্ডল ও তার ছেলে বিকাশ মণ্ডলকে গ্রেফতার করে। এরপর বাড়িতে তল্লাশি চালিয়ে চারটি লং রেঞ্জ একনালা বন্দুক, দুটো ওয়ান শাটার পাইপগান, ছটি গুলি, ছটি তাজা বোমা বাজেয়াপ্ত করে। এছাড়াও বেশ কয়েকটি অসমাপ্ত বন্দুক ও বন্দুক তৈরির প্রচুর সরঞ্জাম উদ্ধার করে পুলিশ।ধৃতদের শুক্রবার বারুইপুর মহকুমা আদালতে তোলা হবে। এই ঘটনায় আরও কেউ যুক্ত আছে কিনা সে বিষয়েও তদন্ত শুরু করেছে বারুইপুর জেলা পুলিশ।