আইডিয়া টুডে নিউজ, পাথরা, ১৭ আগস্ট ঃ তৃণমূল – বিজেপি সংঘর্ষে উত্তপ্ত , আহত ৮ । ঘটনাটি ঘটেছে সদর ব্লকের পাথরা এলাকায় বৃহস্পতিবার সন্ধ্যায়। আহতদের মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী। এলাকা রয়েছে থমথমে। অভিযোগ এদিন সন্ধ্যায় তৃণমুলের কর্মীরা মিছিল শেষে পাথরাতে বাড়ি ফেরার পথে বিজেপি সমর্থকদের সঙ্গে বচসার সৃষ্টি হয়। দুই পক্ষই তর্ক বিতর্কে জড়িয়ে পড়ে। বচসা থেকে সংঘর্ষ বেধে যায় দুপক্ষের মধ্যে। বাঁশ ও লাঠির আঘাতে দুপক্ষের ৮ জন জখম হয়েছে।
তৃণমুলের জেলা সভাপতি অজিত মাইতি। তিনি বলেন, পাথ্রা এলাকায় তৃণমুলের একটি মিছিল ছিল। মিছিল শেষে কর্মীরা যখন বাড়ি ফিরছিল তখন বিজেপির লোকজন আমাদের কর্মীদের উপর পরিকল্পিত হামলা চালায়। অতর্কিত হামলায় আমাদের কর্মীরা প্রতিরোধ পর্যন্ত করতে পারেনি। তৃণমূলের উন্নয়নের কাছে পেরে না উঠে বিজেপি বিভিন্ন এলাকায় এভাবে অশান্তি ছড়ানোর চেষ্টা করছে বলে তিনি অভিযোগ করেন। পুরো বিষয়টি পুলিশকে জানানো হয়েছে। প্রয়োজনীয় পদক্ষেপ করা হচ্ছে।