আইডিয়া টুডে নিউজ, কলকাতা,৩০ জুলাইঃ সল্টলেক সেক্টর ফাইভে হকার উচ্ছেদের সিদ্ধান্ত নিয়ে শুক্রবার প্রতিবাদে নেমেছিলেন এলাকার হকাররা। বিক্ষোভও দেখিয়েছিলেন তারা। আজ হকার উচ্ছেদে অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ হাইকোর্ট। ৩০ আগস্ট মামলার পরবর্তী শুনানির দিন ঘোষণা করেছে আদালত।এই সময়ের মধ্যে ওই এলাকা থেকে কোনও হকারকে উচ্ছেদ করা যাবে না। তাই আজ সোমবার তারা স্বস্তির নিশ্বাস ফেললেন হকাররা।
গত সপ্তাহের বৃষ্টিতে সেক্টর ফাইভে জল জমে যাওয়ায় যাতায়াতের সমস্যা হয় । এর মধ্যেই হকারদের দখলদারির জন্য ফুটপাথেও চলাফেরার জায়গা না থাকায় তীব্র উষ্মা প্রকাশ করেন সেক্টর ফাইভের বিভিন্ন অফিসের কর্মীরা । তারপরই ফুটপাথ থেকে হকার উচ্ছেদের উদ্যোগ নেয় বিধাননগর পৌরসভা । তার প্রতিবাদে শুক্রবার থেকে রবিবার, সেক্টর ফাইভের ফুটপাথগুলোতে বেশিরভাগ দোকানই বন্ধ ছিল ।
যদিও দুর্ভোগ পোহাতে হচ্ছে অফিসকর্মীদের । তবে উচ্ছেদ হলে, ওঁদের পেটে টান তো পড়বেই, মাথায় হাত পড়বে দেড় লক্ষ অফিসকর্মীরও ।