আইডিয়া টুডে নিউজ ডেস্ক, ১৭ জুলাইঃ প্রয়াত বর্ষীয়ান অভিনেত্রী রীতা ভাদুড়ি, তাঁর মৃত্যুকালে বয়স হয়েছিল ৬২ বছর। তাঁর মৃত্যুর খবর সামনে আনেন অভিনেতা শিশির শর্মা।তিনি ফেসবুকে পোস্ট করেন, ” দুঃখের সঙ্গে জানাচ্ছি, বর্ষীয়ান অভিনেত্রী রীতা ভাদুড়ি আর আমাদের মধ্যে নেই।
১৭ জুলাই দুপুর ১২টায় পার্সিওয়াডা রোডে তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে। খুবই দুঃখজনক ঘটনা। আমরা এক ভালো মানুষকে হারালাম। অনেকের মা তিনি। আমরা তোমাকে মিস করব মা।”
রীতা ভাদুড়ি দীর্ঘদিন ধরে কিডনির সমস্যায় ভুগছিলেন। একদিন অন্তর চলছিল ডায়ালিসিস। শেষ দশদিন তিনি হাসপাতালেই ভরতি ছিলেন। প্রায় ২০টি টেলিভিশন শো করেছিলেন।
সারাভাই vs সারাভাই, আমানত, কুমকুম সহ জনপ্রিয় ধারাবাহিকে তাঁকে মা, দিদিমা বা ঠাকুমার ভূমিকায় দেখা গেছিল। সম্প্রতি নিমকি মুখিয়া নামের এক ধারাবাহিকেও কাজ করছিলেন তিনি। ৭১টির বেশি ছবিতে কাজ করেছেন