আইডিয়া টুডে নিউজ, কোন্নগর, ১২ জুলাই :পুরসভার গেস্ট হাউসে রমরমিয়ে চলত দেহব্যবসা,কোন্নগর থেকে গ্রেফতার ১২ জন। ঘটনাটি ঘটেছে হুগলির কোন্নগর স্টেশন সংলগ্ন বিশ্রামিকা গেস্ট হাউসে।
স্টেশনের কাছেই হওয়ায় খরিদ্দারও হচ্ছিল বেশ। স্থানীয়দের অভিযোগ ঘণ্টায় ৪০০ টাকা দিলেই পাওয়া যেত ঘর। বিষয়টি পুরসভার চেয়ারম্যানকে জানিয়েও কোনও ফল হয়নি বলেও অভিযোগ স্থানীয়দের।সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করেই মহিলাদের ছবি খরিদ্দারের কাছে পাঠানো হত।
ঘটনাস্থল থেকে ১২ জন গ্রেফতারের পাশাপাশি ১০ টি মোবাইল, অশ্লীল ছবি ও ডিভিডি বাজেয়াপ্ত করে সিআইডি। অভিযানের পরে গেস্টহাউসটি সিল করে দেয় সিআইডি।