আইডিয়া টুডে নিউজ, হুগলি, ১জুলাইঃ হুগলির চুঁচুড়ার মদের আসরে বচসার জেরে মৃত দুই ব্যক্তি । মৃত দুজন ব্যক্তির নাম মহম্মদ নজিরুলুদ্দিন এবং প্রদীপ দস্তিদার ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অন্য রাতের মতোই হুগলির প্রগতিনগরে রাস্তার ধারে মদের আসর বসেছিল। হঠাত্ সেখানে বচসা শুরু হয়। সেখানে থাকা মহম্মদ নজিরুলুদ্দিন গুলি চালিয়ে দেয়। তাতে আহত হন প্রদীপ দস্তিদার। আশঙ্কাজনক অবস্থায় চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই তাঁর মৃত্যু হয়।
অপর দিকে গুলি চালানোর ঘটনার পর মদের আসরে থাকা বাকিরা মহম্মদ নজিরুলুদ্দিনকে মারধর শুরু করে। তাকে তক্তা দিয়ে বেধড়ক মারধর করা হয়।হাসপাতালে নিয়ে গেলে, সেখানেই তাকে মৃত বলে ঘোষণা করা হয়। আগে থেকেই অসামাজিক কাজের জন্য পুলিশের খাতায় নথিভুক্ত ছিল বলে জানা গিয়েছে।খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ ।
কী কারণে এই বচসা তা জানা যায়নি। এখনও পর্যন্ত এই ঘটনায় কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। তবে এলাকায় এখনও তীব্র আতঙ্ক রয়েছে।