আইডিয়া টুডে নিউজ, কলকাতা, ২৮জুনঃ গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি লোকসভার প্রাক্তন অধ্যক্ষ সোমনাথ চট্টোপাধ্যায়। গত তিনদিন ধরে তিনি দক্ষিণ কলকাতার বেলভিউ হাসপাতালের ক্রিটিকাল কেয়ারে চিকিত্সাধীন।
গতরাতে তাঁকে ভেন্টিলেশনে স্থানান্তরিত করা হয়। ইতিমধ্যেই চিকিৎসক সুকুমার মুখোপাধ্যায়ের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি মেডিকেল বোর্ড তাঁর শারীরিক অবস্থার বিষয়ে জরুরি বৈঠকে বসেছে।
সোমবার হাসপাতালে ভর্তি হন প্রাক্তন সিপিএম সাংসদ। কথা বলায় ও শারীরিক সমস্যা হওয়ায় তাঁকে হাসপাতালে আনা হয়। তাঁর শারিরীক পরীক্ষার পর দেখা যায় তিনি ব্রেন স্ট্রোকে আক্রান্ত।
তাঁর চিকিত্সার দায়িত্বে থাকা চিকিত্সকরা জানান, তাঁর মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে। মাঝারি মাপের একটি ক্লট রয়েছে। এই ক্লট মারাত্মক না হলেও, ৮৯ বছরের সোমনাথ চট্টোপাধ্যায়ের ক্ষেত্রে তা মারাত্মক আকার ধারণ করতে পারে।তিনি এখন অর্ধচেতন অবস্থায় রয়েছেন। চিকিত্সায় সাড়া দিচ্ছেন। তবে সঙ্কট এখনও কাটেনি। পরিস্থিতির দিকে নজর রাখছেন চিকিত্সকরা।