আইডিয়া টুডে নিউজ, হাওড়া, ২৫জুনঃ ফিরহাদ হাকিম মালা পড়িয়েছেন ,শ্যামাপ্রসাদের মূর্তি গঙ্গা জলে ধুতে হবে” জয় বন্দ্যোপাধ্যায়ের।শনিবার ছিল শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মৃত্যুদিন। আর সেই উপলক্ষ্যকে কেন্দ্র করে তাঁর আবক্ষ মূর্তিতে মাল্যদানও করেছেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম (ববি) ।
এদিন হাওড়ার শ্যামপুর পঞ্চায়েতে সম্ভর্ধনা সভায় উপস্থিত ছিলেন তিনি। কিন্তু সেই প্রসঙ্গকে টেনে রবিবার একটি সভায় বিস্ফোরক হলেন জয় বন্দ্যোপাধ্যায়। সেখানেই তিনি শাসকদলকে তীব্র কটাক্ষ করেন।
তিনি বলেন, ”শ্যামাপ্রসাদের মতো দেশ প্রেমিক খুব কম হয়। কিন্তু কাল ওঁনার মূর্তিতে যারা মালা পড়ালো তারা বহিঃশত্রুকে আহ্বান করে ভারতে ডেকে এনে ক্ষমতায় টিকে থাকতে চায়। তাই আমার মনে হয় ওই মূর্তিটিকে একবার ভাল করে গঙ্গা জলে ধুয়ে নেওয়া প্রয়োজন।” পাশাপাশি, ববি হাকিমকে সাম্প্রদায়িকতা নিয়েও খোঁচা দেন জয় বন্দ্যোপাধ্যায়।