আইডিয়া টুডে নিউজ ,কলকাতা, ১৭ এপ্রিল ঃ ঘরের মাঠে দিল্লির বিরুদ্ধে দ্বিতীয় জয় পেল কেকেআর। সোমবার লড়াইটা শুধু কলকাতা আর দিল্লির ছিল না। লড়াইটা ছিল কেকেআর-এর প্রাক্তনের সঙ্গে বর্তমানের। এদিনের ম্যাচে টসে জিতে কার্তিক বাহিনীকে ব্যাট করতে পাঠায় দিল্লির অধিনায়ক গৌতম গম্ভীর। শুরুটা বেশ ধীরগতিতেই করেছিলেন দুই ওপেনার ক্রিস লিন ও সুনীল নারায়ণ। প্রথম ওভারই মেডেন দেন ট্রেন্ট বোল্ট। এদিন ফের ব্যর্থ নারায়ণ (১)।ক্রিস লিনও (২৯ বলে ৩১) ছন্দে ছিলেন না। ৫টা চার ও ৪টি ছক্কায় সাহায্যে নাইটের হয়ে সর্বোচ্চ ৫৯ রান(৩৫ বলে) করেন নীতিশ রানা। কিন্তু আন্দ্রে রাসেলের ঝোড়ো ১২ বলে ৪১ রানের সুবাদে স্কোরবোর্ডে ২০০ তুলতে সক্ষম হয় কেকেআর। ২০১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১৪.২ ওভারে ১২৯ রানেই সব উইকেট খুইয়ে বসে দিল্লি। সুনীল নারায়ণ ও কুলদীপ যাদব তিনটি করে উইকেট নেন। দিল্লির হয়ে গ্লেন ম্যাক্সওয়েল সর্বোচ্চ ৪৭ রান করেন(২২ বলে)।
দিল্লি ডেয়ারডেভিলসকে ৭১ রানে পরাস্ত করল কলকাতা
